স্বাধীনতার দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল স্পেনের কাতালোনিয়া প্রদেশ। সরকারের সাথে আলোচনার দাবিতে শনিবার (১১ সেপ্টেম্বর) রাজপথে নামে লাখো স্বাধীনতাকামী।
স্বাধীনতাপন্থী পতাকা উড়িয়ে ও টি-শার্ট পরে আন্দোলনে অংশ নেন তারা। দাবি জানান গণভোট আয়োজনের এবং দ্রুত সঙ্কট সমাধানের। এসময় তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। দফায় দফায় ঘটে সংঘর্ষের ঘটনা।
এদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে থানায় টয়লেট টিস্যু ও আবর্জনা ছোড়ার অভিযোগ তুলেছে পুলিশ। কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে, দীর্ঘদিন ধরেই সরব সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা।
২০১৭ সালে আয়োজিত এক গণভোটে রায় আসে স্বাধীনতার পক্ষে। তবে অসাংবিধানিক উল্লেখ করে তা কার্যকর করেনি কেন্দ্রীয় সরকার। এতে করে স্পেনের উত্তর-পূর্বের এই প্রদেশটিতে চলছে রাজনৈতিক সঙ্কট ও অস্থিতিশীলতা।
Leave a reply