চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

|

ছবি: সংগৃহীত

দাসুন শানাকাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যেখানে চমক হিসেবে রাখা হয়েছে রহস্য স্পিনার মাহিশ থিকশানা কে।

মাত্র ১টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেই নির্বাচকদের মন জয় করেছেন ‘নতুন মেন্ডিস’ নামে পরিচিত এই স্পিনার। দলে ডাক পেয়েছেন আরেক চমক ভানুকা রাজাপাকশে।

চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারের জায়গা হয়নি বিশ্বকাপগামী দলে। বাদ পড়েছেন পাথুম নিশানকা, রমেশ মেন্ডিস ও মিনোদ ভানুকা। রিজার্ভ হিসেবে বিশ্বকাপ দলে থাকবেন আকিলা দনাঞ্জয়া, লাহিরু কুমারা, পুলিনা থারাঙ্গা ও বিনুরা ফার্নান্দো।

শ্রীলংকার বিশ্বকাপ স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা, দিনেশ চান্দিমাল, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, আভিশকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকশে, কুশল পেরেরা, মাহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও প্রবীণ জয়াবিক্রমে।
রিজার্ভ: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply