ধোনিকে মেন্টর বানানোর সিদ্ধান্তের সমালোচনা

|

ছবি: সংগৃহীত

সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরামর্শক হিসেবে নিযুক্ত করেছে বিসিসিআই। আর এই সিদ্ধান্তের কারণ কোনোভাবেই বুঝতে পারছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। ধোনিকে নতুন করে দলের সাথে যুক্ত করার সিদ্ধান্তের সমালোচনাই করলেন তিনি।

অজয় জাদেজা বলেছেন, ভারত অধিনায়ক ভিরাট কোহলি অনেক লম্বা সময়ই ধোনির অধিনায়কত্বে খেলেছেন। এই সময়ে ধোনির কাছ থেকে শিখেছেনও অনেক কিছু। তাই আবারও ধোনিকে মেন্টর বানানোর অর্থ কিছুতেই বুঝতে পারছি না আমি।

জাদেজা আরও বলেন, আমি দুইদিন যাবত ঘটনাটির কারণ বুঝতে চেষ্টা করেছি। কিন্তু পারিনি। আমাকে ভুল বুঝবেন না, আমার চেয়ে বড় ধোনির কোনো সমর্থক নেই। এবং তার ক্ষুরধার মস্তিষ্ক আমাদের জন্য দারুণ কাজে আসতে পারে। তবে আমাদের ভিরাটের মতো অধিনায়ক আছে, আছে রবি শাস্ত্রীর মতো কোচ। তাই আমার কাছে সিদ্ধান্তটিকে লাগছে রাহানের আগে রবীন্দ্র জাদেজাকে ব্যাটিংয়ে পাঠানোর মতো।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply