বিশ্বে করোনায় ৪৬ লাখ ৬১ হাজার ছাড়ালো মোট প্রাণহানি

|

বিশ্বে করোনায় ৪৬ লাখ ৬১ হাজার ছাড়ালো মোট প্রাণহানি

ছবি: সংগৃহীত

মহামারিতে ৪৬ লাখ ৬১ হাজার ছাড়ালো মোট প্রাণহানি। মঙ্গলবারও করোনায় প্রায় ৯ হাজারের কাছাকাছি মৃত্যু দেখলো সারা বিশ্ব।

দৈনিক মৃত্যু-সংক্রমণে সবার শীর্ষে এখনো যুক্তরাষ্ট্র। মার্কিন মূলুকে ১৯শ’র বেশি মৃত্যু লিপিবদ্ধ করা হয় মঙ্গলবার। এক লাখ ৪২ হাজারের ওপর মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনা। এদিন রাশিয়ায় ৭৮১, ব্রাজিলে ৭০৯, মালয়েশিয়ায় ৪৬৩ ও ইরানে ৪০৮ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়।

তবে বিস্তারের দিক থেকে এখনো শঙ্কামুক্ত নয় ভারত ও তুরস্ক। দেশ দুটিতে মঙ্গলবারও ৩০ হাজারের মতো মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। বিশ্বজুড়ে মোট শনাক্ত ২২ কোটি ৬৬ লাখের ওপর সংক্রমণ।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply