আগুনে পুড়ে গেছে ফরিদপুরের জনতা জুট মিল। এতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির দাবি করেছে কর্তৃপক্ষ।
ফরিদপুর দমকল বাহিনীর উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, মিলের বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। পুড়ে গেছে অনেক পাট। তবে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পাটের আগুন কখন নিভবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মিলের ব্যবস্থাপক জানান, তিন নম্বর ইউনিটের কাছ থেকে দুপুরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো মিলে। পুড়ে যায় বিপুল পরিমাণ পাট। খবর পেয়ে ফরিদপুর শহর, ভাঙ্গা, মধুখালী, বোয়ালমারী, সালথা, সদরপুর, নগরকান্দা এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলার দমকল বাহিনীর নয়টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
Leave a reply