বঙ্গোপসাগ‌রে ঢেউ‌য়ের তো‌ড়ে ট্রলার ডুবি, ১৫‌ জে‌লে জী‌বিত উদ্ধার

|

বঙ্গোপসাগ‌রে ঢেউ‌য়ের তো‌ড়ে ট্রলার ডুবি।

পটুয়াখালী প্রতিনিধি:

বঙ্গোপসাগরে মাছ ধরে তী‌রে ফেরার প‌থে কুয়াকাটা সৈকত সংলগ্ন এলাকায় ঢেউ‌য়ের তো‌ড়ে এক‌টি ট্রলার উল্টে যায়। ওই ট্রলা‌রে থাকা ১৫জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে এ ঘটনায় ওই ট্রলা‌রে থাকা ১৫জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উল্টে যাওয়া ট্রলারটিকে অন‌্য ট্রলা‌রের মাধ‌্যমে সৈক‌তের তী‌রে আনা হ‌য়ে‌ছে। ট্রলার‌টির মা‌লিক পটুয়াখালীর মহিপুর থানার গঙ্গামতি এলাকার মো. আব্বাস বিশ্বাস।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে ট্রলার‌টি তী‌রের দি‌কে আস‌ছিল। এসময় ‌ঢেউ‌য়ের ঝাপটায় হঠাৎ ট্রলার‌টি উল্টে যায়। এ দৃশ‌্য কুয়াকাটা সৈক‌তের জি‌রো প‌য়ে‌ন্টে দাঁড়িয়ে থাকা পর্যটক ও স্থানীয়রা দেখ‌তে পে‌য়ে সৈকত থে‌কে অন‌্য ট্রলার ও ওয়াটার বাইক গি‌য়ে ভাস‌তে থাকা ১৫জন জে‌লে‌কে জী‌বিত উদ্ধার ক‌রে তী‌রে নি‌য়ে আসে।

ওই ট্রলা‌রের মাঝি ‌মো. আলী হোসেন জানান, গত শুক্রবার রা‌তে আলীপুর মৎস‌্য বন্দর থে‌কে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর শ‌নিবার বিকাল থে‌কে সমুদ্র উত্তাল হলে মাছ ধরা বন্ধ রে‌খে আবহাওয়া ভাল হবার অপেক্ষায় থা‌কেন। কিন্তু রোববার ভোর থেকে সমুদ্র আরও উত্তাল হলে উপকু‌লের দি‌কে রওয়ানা হন। কিন্তু কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় পৌঁছলে ঢেউয়ের তোড়ে ট্রলার‌টি উল্টে যায়।

আলীপুর মৎস‌্য বন্দর সমবায় স‌মি‌তির সভাপ‌তি আনসার উদ্দিন মোল্লা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্ক সং‌কেত জারী হওয়ায় পাঁচশতা‌ধিক ট্রলার বন্দরে নিরাপদ আশ্রয় নি‌য়ে‌ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply