রোহিঙ্গা সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে আলোচনা করতে আগামীকাল বুধবার বাংলাদেশে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত জাভুসগ্লু। এসময় তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সংঘাতে বাংলাদেশে আশ্রয় নেয়া বিপর্যস্ত রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের অবস্থা দেখতে কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
আজ মঙ্গলবার তুরস্কের শীর্ষস্থানীয় দৈনিক হুররিয়াতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, ৬ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশ সফরে আসছেন জাভুসগ্লু।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কড়া বিবৃতি দিয়েছিলেন। তিনি চলমান হত্যাযজ্ঞকে গণহত্যা বলে উল্লেখ করেন। গত বৃহস্পতিবার এরদোগান বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফোন করে রোহিঙ্গাদের আশ্রয়ের দেয়ার অনুরোধ করেন। এ জন্য বাংলাদেশকে আর্থিক সহায়তার অঙ্গীকার করেন তিনি।
/কিউএস
Leave a reply