সেনাবাহিনীকে সাধারণ ক্ষমা করলো তালেবান

|

ছবি: সংগৃহীত

সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা শাখাসহ আগের সরকারের জন্য কাজ করা প্রত্যেককে সাধারণ ক্ষমা করে দেয়ার ঘোষণা দিয়েছে তালেবান। খবর এএফপি’র।

বিমানবন্দরের কর্মকর্তারা রোববার জানান, কাবুল বিমানবন্দরের চেকপয়েন্ট পরিচালনার কাজে ফিরেছেন আফগান পুলিশ। তালেবানদের সাথে কাজ করছেন তারা। গত মাসে পদত্যাগ করে চলে যাওয়া অনেকের কাছে তালেবান কমান্ডারের ফোনকল পৌঁছার পর কাজে ফিরেছেন তারা। 

নাম প্রকাশ না করার শর্তে পুলিশ বাহিনীর একজন সদস্য বলেন, আমি বাড়ি চলে গিয়েছিলাম, দুই সপ্তাহ পর আবার ফিরলাম।

বিমানবন্দর চালু রাখার প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজন নারীকর্মীকে কাজে ফেরার অনুমতি দিয়েছে তালেবান। 

বিমানবন্দরের অন্য এক কর্মচারী জানিয়েছেন, শনিবার থেকে বিমানবন্দরের চারপাশে সীমান্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারণ, এরই মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট শুরু হয়েছে। ওদিকে ইসলামাবাদ-কাবুল ফ্লাইটও চালু হতে যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply