উত্তর কোরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

|

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। শনি ও রোববার পরীক্ষা চালানোর সময় ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। লক্ষ্যবস্তুতে নিখুঁত এবং সফলভাবে আঘাত হানতেও সক্ষম বলে দাবি উত্তর কোরিয়া কর্তৃপক্ষের।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেএনসিএ জানায় এ তথ্য। সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, মিসাইলগুলো নিজ দেশের জলসীমাতেই পড়েছে। উত্তর কোরিয়া বলছে, জাতীয় নিরাপত্তা খাতে নতুন সংযোজন এই ক্ষেপণাস্ত্র। যা শত্রুদের বিরুদ্ধে সামরিক বাহিনীর মনোবল বাড়াবে।

আঞ্চলিক নিরাপত্তা এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে যখন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের আলোচনায় বসার কথা। ঠিক সে সময়ই সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিলো উত্তর কোরিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply