লা লিগায় দুই দফা পিছিয়ে পড়েও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কারিম বেনজেমার হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদও।
নতুন রুপে ফেরা স্যান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৪ মিনিটে স্যান্টি মিনার গোলে এগিয়ে যায় সেল্টা ভিগো। অবশ্য ২৪ মিনিটে কারিম বেনজেমার গোলে ম্যাচে সমতা ফেরায় রিয়াল। ৩১ মিনিটে ম্যাচে আবারো লিড নেয় সফরকারীরা। এবার স্কোর শিটে নাম তোলেন ফ্রাঙ্কো সেরভি। তবে প্রথমার্ধের ২-১ গোলের লিড আর ধরে রাখতে পারেনি সেল্টা ভিগো। ৪৬ মিনিটে বেনজেমা, ৫৪ মিনিটে ভিনিসিয়াস আর ৭২ মিনিটে কামাভিঙ্গা গোল করেন রিয়ালের হয়ে। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে বেনজেমার হ্যাটট্রিক পূর্ণ হলে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের মত পিছিয়ে থেকে শুরু করে অ্যাটলেটিকো মাদ্রিদও। ৪০ মিনিটে টমাসের গোলে লিড নিয়ে বিরতিতে যায় এস্পানিওল। ম্যাচে ফিরতে সিমিওনের শিষ্যদের অপেক্ষা করতে হয় শেষ ১০ মিনিট পর্যন্ত। ৫২ মিনিটে এক গোল দিলেও অফ সাইডে বাতিল হয় তা। তবে ৭৯ মিনিটে কারাসকোর গোলে ম্যাচে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ মিনিটে টমাস লেমারের করা গোলে হাফ ছেড়ে বাঁচে সিমিওনির দল।
৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন রিয়াল মাদ্রিদ। রিয়ালের সমান ১০ পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে টেবিলের তিনে অবস্থান অ্যাটলেটিকোর। অন্যদিকে, ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে অবস্থান আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সোলোনার।
Leave a reply