গত জুলাই মাস থেকেই স্থগিত ছিল মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে জান্তার আনা একটি অভিযোগের শুনানি। সোমবার (১৩ সেপ্টেম্বর) সেই মামলার শুনানির জন্য আদালতে আসার পথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বাধ্য হয়ে সেখান থেকে আবারও বাড়িতে নিয়ে যাওয়া হয় এই নেত্রীকে। খবর আল জাজিরার।
বিষয়টি নিয়ে সু চির আইনজীবী মিন মিন সোয়ি বলেন, গত দু’মাস ধরে গাড়িতে করে কোথাও যাননি নেত্রী। তাই আজ শুনানির উদ্দেশ্যে গাড়িতে উঠেই কার সিকনেস তৈরি হয় তার। সু চি অসুস্থ হয়ে পড়ায় তখনই বাড়িতে ফিরিয়ে নেয়া হয় তাকে। এ সময় সু চির শারীরিক অবস্থা নিয়েও শঙ্কা প্রকাশ করেন মিন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। গ্রেপ্তার হন নেত্রী। তার বিরুদ্ধে দুর্নীতিসহ একধিক মামলা ও অভিযোগ দায়ের করেছে জান্তা বাহিনী। বর্তমানে সম্পূর্ণ গৃহবন্দি তিনি।
সু চির আইনজীবী বলছেন, যদিও তার জন্য একজন চিকিৎসক এবং একজন নার্সকে রাখা হয়েছে। তবে তা যথেষ্ট নয়। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ খারাপ।
Leave a reply