ফেক অ্যাকাউন্ট খুলে মিথ্যা প্রচারণা, থানায় জিডি

|

ফেক অ্যাকাউন্ট থেকে প্রচারণা বন্ধে জিডি করেছেন রমজান আলী (২৪)।

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক ছাত্রদল নেতাকে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির ক্যাডার, ইয়াবা ও ফেন্সিডিল ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে অপপ্রচার চালানাের অভিযােগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রদল নেতা উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।

ছাত্রদল নেতা রমজান আলী এবং জিডি সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রমজানের পিতা এবং জ্যাঠার সাথে গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মতবিরােধ চলে আসছে দীর্ঘদিন ধরেই। নতুন করে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে কিছুদিন থেকে সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে অজ্ঞাতনামা আইডি থেকে ইউনিয়ন পরিষদ কেন্দ্রীক বিভিন্ন রকম উস্কানি ও হয়রানিমূলক পােস্ট করা হচ্ছে।

রমজান আলী কবির বলেন, একটি কুচক্রিমহল আমাকে ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হয়রানি করার জন্য একটি অজ্ঞাতনামা ফেসবুক আইডি থেকে আমাকে গুনাইগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ রিজুর ক্যাডার, ইয়াবা, ফেন্সিডিল ও নারী ব্যবসায়ীসহ বিভিন্ন রকম অপবাদ দিয়ে অপপ্রচার চালানাে হচ্ছে। এসব মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্যই থানায় জিডি করেছি।

গুনাইগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ রিজু বলেন, রমজান আলীর বিরুদ্ধে অজ্ঞাতনামা ফেসবুক আইডি থেকে অপপ্রচারের বিষয়ে তিনি অবগত আছেন। তিনি আরও বলেন, ওই ফেসবুক আইডি থেকে তার নিজের নাম জড়িয়ে নানা ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানাে হচ্ছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং অজ্ঞাতনামা ফেসবুক আইডি ব্যবহারকারীকে খুঁজে বের করে আইনিভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয় উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর জানান, একটি অজ্ঞাতনামা আইডি থেকে রমজান আলীর বিরুদ্ধে অপপ্রচার চালানাের লিখিত একটি অভিযােগ পেয়েছি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply