পানশিরে বেসামরিক নাগরিকদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে তালেবান

|

বিবিসি বলছে, বৃত্তচিহ্নিত লোকটিকে কিছুক্ষণ পরেই গুলি করে হত্যা করা হয়।

পানশির উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে তালেবান। এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে যারা প্রতিরোধ বাহিনীর হয়ে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলো এমন ২০ জনকে হত্যা করা হয়েছে। হত্যাযজ্ঞ ছাড়াও চালানো হচ্ছে বিভিন্ন ধরনের নির্যাতন। বন্ধ করে দেয়া হয়েছে উপত্যকার যোগাযোগ ব্যবস্থা।

তবে অঞ্চলটি পাহাড় বেষ্টিত হওয়ায় এলাকা ছাড়তে পারছে না কেউ। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তালেবান।

গেলো ১৫ আগস্ট গোষ্ঠীটি গোটা আফগানিস্তানের ক্ষমতা করলেও একমাত্র প্রতিরোধ গড়ে তোলা হয় এই পানশির থেকে। সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। অবশ্য পরে এই অঞ্চলটিও নিয়ন্ত্রণে নেয় তালেবান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply