করোনায় বিশ্বজুড়ে গেলো ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ।
দিনে সর্বোচ্চ শনাক্ত এবং প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সোমবার কোভিড নাইনটিন ধরা পড়েছে ১ লাখের বেশি মানুষের শরীরে। এছাড়া মৃত্যু হয়েছে ৮শ’র বেশি।
যুক্তরাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। রাশিয়ায় এদিন মারা গেছেন ৭ শতাধিক মানুষ। ২৪ ঘণ্টার ব্যবধানে ইরানে সাড়ে ৪শ’ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আর মালয়েশিয়ায় করোনায় মারা গেছেন প্রায় চার শতাধিক মানুষ।
এছাড়া ভারত, তুরস্ক, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা ও মেক্সিকোতে মৃতের সংখ্যা ২ থেকে ৩শ’ এর মধ্যে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪৬ লাখ ৫১ হাজার। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২২ কোটি ৬০ লাখের বেশি।
ইউএইচ/
Leave a reply