কুষ্টিয়ায় আবার শুরু হয়েছে টিকাদান কার্যক্রম

|

একদিন বন্ধ থাকার পর কুষ্টিয়ায় আবার শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার সবগুলো কেন্দ্রে আগের নিয়মেই শুরু হয়ে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। সোমবার অনিবার্য কারণবশত হঠাৎ টিকাদান বন্ধের কথা জানান সিভিল সার্জন। পরে জানা যায়, টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় জেলাজুড়ে টিকা দেয়া বন্ধ ঘোষণা করা হয়েছিল।

রাতে পৌঁছায় সিনোফার্মের এক লাখ ডোজ টিকা। সকালে জেলার প্রতিটি কেন্দ্রেই তা পৌঁছে দেয়া হয়। নির্দিষ্ট সময়েই শুরু হয় ভ্যাকসিন দেয়ার কার্যক্রম।

জেলায় সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে জেনারেল হাসপাতালসহ সাতটি কেন্দ্রে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply