তিস্তায় পাওয়া বিরল প্রাণিটি তিমি মাছের বাচ্চা: মৎস‍্য বিভাগ

|

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুরের তিস্তা নদীতে পাওয়া জলজ প্রাণিটিকে তিমি মাছের বাচ্চা বলে শনাক্ত করেছে জেলা মৎস‍্য বিভাগ। মৃত হওয়ায় মাছটি মাটিতে পুঁতে রাখার সিদ্ধান্ত হয়েছে। শিকারের সময় বাঘাইড় মাছ ধারণা করা হলেও পরে উপস্থিত লোকজন প্রাণীটিকে শুশুক বলে মনে করে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিস্তা নদীতে ধরা পড়ে বিরল প্রজাতির মাছটি। পরে কয়েকজন মিলে মাছটিকে চরে তোলেন।

বেলা সাড়ে ১২ টায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাউনিয়া উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলে এসে জলজ প্রাণীটি দেখেছি। এটি একটি তিমি মাছের বাচ্চা। মাছটির দৈর্ঘ ৯ ফিট। ওজন ৩ মনেরও বেশি। তবে তিস্তায় তিমি মাছ কীভাবে এলো তা জানাতে পারেননি এই কর্মকর্তা।

টেপামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি জানান, বিশাল আকৃতির ওই মাছটি পাওয়ার খবর পেয়ে আমি মৎস্য অফিসকে জানাই। তারা এসে একে তিমি মাছ হিসেবে শনাক্ত করে। মৎস্য বিভাগের পরামর্শে মাছটি পুঁতে রাখা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply