করোনার কারণে দীর্ঘদিন স্বামীর হোম অফিস দেখে হাঁপিয়ে উঠেছেন স্ত্রী। বাড়িতে বসে অফিস করার জেরে স্বামীর ঘনঘন চা-কফির আবদারে অধৈর্য্য হয়ে শেষে স্বামীর অফিসে বসের কাছেই আবেদন পত্র পাঠিয়েছেন ভারতের এক নারী। দাবি, হোম অফিস বন্ধ করা হোক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য থেকে জানা গেছে, ওই নারীর স্বামীর নাম মনোজ। তিনি ভারতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আরপিজি এন্টারপ্রাইজে কর্মরত। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কািকে চিঠিতে মনোজের স্ত্রী জানান, করোনার কারণে তার স্বামী বাড়িতে বসে অফিস করায় এখন দিনে ১০ বার চা-কফি খান। সেই সাথে ঘনঘন খাবারের আবদার তো আছেই। তাছাড়া, সারাদিন বাড়িতে থেকে অফিস করায় বাড়ির সব ঘরের লাইট জ্বালিয়ে রাখেন তিনি, ঘরও থাকে অগোছালো।
তাই অবিলম্বে হোম অফিস বন্ধের আহ্বান জানিয়েছেন সেই নারী। তিনি লিখেছেন, এই হোম অফিস বন্ধ না করলে হয়তো বিয়েটাই আর টিকবে না।
চিঠিটি গণমাধ্যমে শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা। ওই নারীকে এখন চিঠির জবাবে তিনি কী লিখবেন তা খুঁজে পাচ্ছেন হর্ষ। এদিকে, এই পোস্ট ভাইরাল হয়েছে ইতোমধ্যেই। মানুষ নিজেদের অভিমত জানাচ্ছেন কমেন্ট বক্সে। বেশির ভাগেরই ভাষ্য, হোম অফিস আরামদায়ক হলেও একটা সময় পর তা অধৈর্য্যের কারণ হয়ে দাঁড়ায়। অনেকে বলছেন, নারীদের জন্য স্থায়ীভাবে হোম অফিসের ব্যবস্থা অনেক বেশি সুবিধাজনক হবে।
Leave a reply