টেস্ট বাতিলের আগের রাতে কোহলির ই-মেইল; ষড়যন্ত্রের আভাস গাওয়ারের

|

ম্যানচেস্টার টেস্ট বাতিলে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন ডেভিড গাওয়ার। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার ডেভিড গাওয়ার অভিযোগ করেছেন, ম্যানচেস্টার টেস্ট বাতিলের আগে মধ্যরাতে অধিনায়ক ভিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটা ই-মেইল পাঠিয়েছিলেন। গাওয়ার ইঙ্গিত করেছেন, সেই ই-মেইলে হয়তো টেস্ট খেলতে তাদের অনাগ্রহের কথাই জানিয়েছিলেন কোহলি। ম্যানচেস্টার টেস্ট বাতিলের সাথে মধ্যরাতে বোর্ডকে ই-মেইল করার একটি সূত্রতা আছে, ধারণা গাওয়ারের।

ভারতীয় দলের ফিজিও যোগেশ পারমার গত বুধবার (৮ সেপ্টেম্বর) করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর ভারতীয় দল ম্যানচেস্টার টেস্ট খেলতে তাদের আপত্তির কথা জানায়, যেহেতু ফিজিওর সাথে খেলোয়াড়দের যুক্ততা ছিল বেশি। এর ফলশ্রুতিতে ম্যাচটি বাতিল হয়ে যায়।

ডেভিড গাওয়ার বলেছেন, ম্যাচটি বাতিল হয়ে যাওয়া তাকে বিস্মিত করেছে। ঘটনাটি আরও স্পষ্ট হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এর আগেও নানা সময় নানা কারণে ম্যাচ বাতিল হতে দেখেছি। দেখেছি মাঠে বল গড়ানোর পরেও ম্যাচ বাতিল হতে। কিন্তু এই ঘটনাটি স্পষ্ট নয় আমার কাছে। ম্যাচের আগের দিন মধ্যরাতে বিসিসিআইকে একটা ই-মেইল করেছিলেন কোহলি। পুরো বিষয়টি আরও স্পষ্ট হওয়া দরকার।

কোহলি যদিও নিজেকে সব সময় টেস্ট ক্রিকেটের সমর্থক বলেই প্রকাশ করেন, তবুও ডেভিড গাওয়ারের মতে ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়েছে আইপিএলের জন্য, যেটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, শেষবার কোহলি যখন ইংল্যান্ডে ছিলেন তিনি বলেছিলেন টেস্ট ক্রিকেট তার জন্য কতোটা গুরুত্বপূর্ণ। আমরা যারা টেস্টকে পছন্দ করি এবং সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট হিসেবে মর্যাদা দেই, তাদের কথা শুনতে একটু সেকেলে মনে হতেই পারে। তবু আমি বলবো, আইপিএলের জন্য টেস্ট বাতিল হওয়াটা হতাশাজনক।

গাওয়ার আরও বলেন, টেস্ট বাতিলের পর খুব দ্রুতই ভারতীয় দল আইপিএলে অংশ নেয়ার উদ্দেশ্যে আরব আমিরাতে চলে গেছে। এর সাথে ই-মেইলের ঘটনায় মনে হচ্ছে, ভারতীয় দল ও বোর্ডের মধ্যে গোপন কোনো পরিকল্পনা হয়তো তখনই হয়ে গিয়েছিল।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply