শরিয়তে নারী-পুরুষের এক ছাদের নিচে বসার অনুমতি নেই: তালেবান

|

ছবি: সংগৃহীত

নারীদের প্রতি তালেবানের নীতি কী হবে সেদিকেই এখন সারা বিশ্বের নজর। এরই মধ্যে নারীদের বিক্ষোভ মিছিলে তাদের ওপর প্রকাশ্যে চাবুক মারার দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এ পরিস্থিতিতে তালেবানের এক জ্যেষ্ঠ নেতার মন্তব্য, নারী ও পুরুষের এক সাথে কাজ করার অনুমতি শরিয়ত দেয়নি। খবর রয়টার্সের।

ওয়াহিদুল্লাহ হাশিমি নামের এই তালেবান নেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আফগানিস্তানে শরিয়াহ আইন প্রতিষ্ঠায় আমরা ৪০ বছর ধরে লড়েছি। আর শরিয়ত কখনওই নারীদের বাইরে এসে পুরুষের সাথে কাজ করার অনুমতি দেয় না। তাই অফিসে এসে আমাদের মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ নারীদের নেই।

১৯৯৬-২০০০ সালে আফগানিস্তানে তালেবানের শাসনামলে নারীদের লেখাপড়া বা কর্মক্ষেত্রে কাজ করার কোনো সুযোগ ছিল না। তবে এবারে বিশ্বের স্বীকৃতি পেতে একটু ভিন্ন পথে হাঁটছে তারা। নারী ও পুরুষের মধ্যে পর্দা দিয়ে এবং নারীদের বোরখা পরে শিক্ষাপ্রতিষ্ঠানে আসার কথা বলছে তালেবান। তবে শেষমেষ এ ব্যবস্থাও তালেবানের কট্টোরপন্থার কাছে টিকে থাকতে পারে কি না তা নিয়ে যথেষ্ট প্রশ্নের সুযোগ রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply