বাজারে এলো আইফোন ১৩

|

দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে এলো আইফোন ১৩।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে আইফোন ১৩ আর অ্যাপল ওয়াচ ৭-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান ছিল। আইফোনের নতুন মডেল প্রকাশের ওই অনুষ্ঠানে শোনা গেল সত্তরের দশকের বলিউড ছবি ‘হরে রামা হরে কৃষ্ণা’-য় রাহুলদেব বর্মণের সুরে আশা ভোঁসলের গাওয়া ‘দম মারো দম’ গানটি।

আইফোনের নতুন মডেলের জন্য অনেকেই অপেক্ষা করছিলেন। তবে ডিজাইনে খুব বেশি চমক দেখা গেল না। দেখতে অনেকটা আইফোন ১২ মডেলের মতোই। তবে ব্যাটারি এবং কার্যকারিতার দিক দিয়ে পুরনো মডেলগুলোর চেয়ে উন্নতমানের। আগের থেকে ৫০ ভাগ বেশি দ্রুত পারফর্ম করবে অ্যাপলের নতুন চিপ। পুরোনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে আইফোন ১৩।

নতুন মডেলে থাকছে রিয়ার টুইন ক্যামেরা। প্রসেসর এ১৫ বায়োনিকের। বাজারে মোট পাঁচটি রঙে পাওয়া যাবে আইফোন ১৩ গোলাপি, নীল, কালো (মিডনাইট), লাল (প্রোডাক্ট রেড) আর স্টারলেট।

সম্প্রতি আইফোন ১৩’র দাম নিয়ে ‘অ্যাপল হাব’ ব্লগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে প্রথম বলা হয়েছিল, আইফোনের দাম হতে পারে ৭৯৯ আমেরিকান ডলার। এ দিন মডেল প্রকাশের অনুষ্ঠানেও সেই দামই ঘোষণা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply