যত গর্জে ততো বর্ষে না, বার্সেলোনার হয়েছে তাই। দুই বছর আগে বায়ার্নের কাছে ৮-২ গোলে হারের প্রতিশোধ নেবার ঘোষণা দিয়ে, আবারও জার্মান চ্যাম্পিয়নদের কাছে ধরাশায়ী কাতালান ক্লাবটি। ঘরের মাঠ নুক্যাম্পে প্রথমার্ধেই গোল খায় বার্সা। ৩৪ মিনিটে লিরয় সানের অ্যাসিস্ট থেকে স্কোর শিটে নাম তুলে বায়ার্নকে এগিয়ে দেন থমাস মুলার।
পুরো ম্যাচে বল পজেশন ছাড়া, আক্রমনের সুযোগ তৈরির বিচারে বায়ার্নের বিপক্ষে প্রতিরোধ গড়তেই পারেনি কুম্যানের দল। বায়ার্নের যেখানে ৮টি শট লক্ষ্যে আঘাত হএনছে সেখানে বার্সেলোনা একবারও অনটার্গেটে শট নিতে পারেনি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আলোটা কেড়ে নেন রবার্ট লেভানডোভস্কি। ৫৬ মিনিটে জামাল মুসিয়ালার অ্যাসিস্টে বায়ার্নের লিড দ্বিগুণ করেন এই পোলিশ। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন লেভানডোভস্কি। আর তাতেই ৩-০র বড় হারের লজ্জা পায় বার্সেলোনা।
Leave a reply