তালেবান মন্ত্রীর উপস্থিতিতে কাবুলে মার্শাল আর্ট ইভেন্ট অনুষ্ঠিত

|

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর মঙ্গলবার প্রথম মার্শাল আর্ট ইভেন্ট অনুষ্ঠিত হলো কাবুলে। তালেবান ক্ষমতাধীন আফগানিস্তানের ক্রীড়ামন্ত্রী বশির রুসামজাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

একাধিক আফগান তরুণ ছেলেরা অংশ নেয় এই মার্শাল আর্ট ইভেন্টে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বশির রুসামজাই অংশগ্রহণকারীদের দেশের জন্য খেলতে উৎসাহিত করেন।

থাই বক্সিং আফগানিস্তানে বেশ বিখ্যাত। ২০১৯-এ উজবেকিস্তান মুয়া থাই ফেডারেশন আয়োজিত মার্শাল আর্ট ইভেন্টে আফগান মুয়া থাই খেলোয়াড়রা তিনটি স্বর্ণপদক পেয়েছিল। তালেবান সরকারের আমলে এমন ইভেন্টে খুশি আফগান তরুণ থাই খেলোয়াড়রা।

এর আগে তালেবান ক্ষমতায় থাকার সময় বিভিন্ন খেলাধুলা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এবার তারা খেলাধুলার ব্যাপারে কিছুটা নমনীয় বলেই মনে হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply