ফারো দ্বীপপুঞ্জে ভয়াবহ নৃশংসতার শিকার হাজারো ডলফিন। রোববার (১২ সেপ্টেম্বর) উত্তর আটলান্টিক সাগরের এ দ্বীপপুঞ্জটিতে একদিনেই হত্যা করা হয় ১৪২৮টি ডলফিন।
প্রাণীগুলোর রক্তে লাল হয়ে গেছে সৈকতের পানি। কর্তৃপক্ষ বলছে, চতুর্থ শতকের প্রথা অনুসারে ডলফিনগুলোকে হত্যা করা হয়েছে। মূলত প্রথা অনুযায়ী প্রাণীগুলোর মাংস ও চর্বি সংগ্রহ করাই ছিল তাদের উদ্দেশ্য।
এদিকে, বিপুল সংখ্যক এ সাদা ডলফিন হত্যার ঘটনায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। উদ্বেগ জানিয়েছেন পরিবেশ কর্মীরা। এ ধরণের কর্মকাণ্ড বন্ধের জোর দাবি তাদের। তারা সতর্ক করেছেন, প্রাণী হত্যার ঘটনা বয়ে আনবে পরিবেশ বিপর্যয়। যথাযথ পদক্ষেপ না নিলে এ ধরণের ঘটনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের।
ফারো দ্বীপপুঞ্জে প্রতিবছরই অন্তত হাজার খানেক ডলফিন হত্যা করা হয়। তবে একদিনে প্রায় দেড় হাজার ডলফিন হত্যার ঘটনা এবারই প্রথম।
Leave a reply