ওয়েস্ট ইন্ডিজ পেসার শেলডন কোটরেল এবারের আইপিএলের আমিরাত পর্বে দল না পেয়ে নেট বোলার হিসাবে যুক্ত হলেন।
আইপিএলের আগের মৌসুমে শেল্ডন কটরেলকে সাড়ে আট কোটি রুপি মূল্যে কিনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। আরও দুই বিদেশি পেসার রাইলি মেরেডিথ ও ঝাই রিচার্ডসনের মতো কটরেলের কাছ থেকে আশানুরূপ পারফর্মেন্স পায়নি পাঞ্জাব। ৬ ম্যাচে ৬ উইকেট পাওয়ার পথে ওভার প্রতি ৮.৮০ রান দেয়া কটরেলকে তাই ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
নেট বোলারের নামের তালিকায় আরও আছে ওয়েস্ট ইন্ডিজ বোলার ডোমিনিক ড্র্যাক্স, ফিদেল এডওয়ার্ড এবং রাভি রামপল। ৩৬ বছর বয়সী রামপাল আছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে। সর্বশেষ ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে ৭ দশমিক দুই ছয় ইকোনোমি রেটে ১৮ উইকেট নিয়েছেন তিনি।
/এম ই
Leave a reply