রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর চর সিলিমপুর এলাকার পদ্মা নদীর ডানতীর প্রতিরক্ষা প্রকল্পের বাঁধে ফের প্রায় ৫০ মিটার এলাকার সিসি ব্লক ধসে নদী গর্ভে বিলীনের ঘটনা ঘটেছে।
বাঁধ ধসের ফলে ওই এলাকার অর্ধ শতাধিক পরিবার, একটি মসজিদ ও একমাত্র চর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ভাঙন হুমকিতে রয়েছে।
জানা গেছে, ভোরে রাজবাড়ীর পদ্মা নদীর ডানতীর প্রতিরক্ষা প্রকল্পে বাঁধের চর সিলিমপুর এলাকায় ভাঙন শুরু হয়। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলা শুরু করলেও তা পর্যাপ্ত না বলে অভিযোগ স্থানীয়দের। স্থায়ীভাবে ব্লক বসানোর কয়েক মাসের মধ্যে দফায় দফায় নদীতে বিলীন হচ্ছে বাঁধের সিসি ব্লক।
ইউএইচ/
Leave a reply