ব্যাঙের ছাতার মতো এতো অনলাইন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কক্ষে ‘শেখ হাসিনা’ কাব্য সংকলনের তুর্কি অনুবাদ গ্রন্থ অনলাইনে উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, এগুলো ব্যক্তি ও ব্যবসায়িক স্বার্থে পরিচালিত হচ্ছে। অনেক অনলাইন পোর্টালে মানুষের চরিত্র হনন করা হচ্ছে। আদালত যে নির্দেশনা দিয়েছেন আমরা ব্যবস্থা নিবো। কিছু অনলাইন বন্ধ করবো। সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা রিপোর্ট দিবো আদালতে। এর পাশাপাশি কিছু আইপি টিভিও ব্যাঙ্গের ছাতার মতো গজিয়েছে। এদের নিবন্ধনের আওতায় আনা হবে। কারণ তারা লাইসেন্সপ্রাপ্ত টিভির মতো চলতে পারে না।
মন্ত্রী আরও বলেন, এখন যে অনলাইনগুলো আছে, এর বাইরেও আরও অনলাইন ও পত্রিকা সামনে আসবে। আমরা সবকিছুকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে চাই।
যে অনলাইন পোর্টাল ও আইপি টিভিগুলো গণমাধ্যম হিসেবে কাজ করে না, নিজেদের প্রয়োজনে গুজব রটানোর কাজে এবং শুধুমাত্র বিশেষ উদ্দেশে অন্যের ক্ষতি করতে পরিচালিত হয় সেগুলো বন্ধ করা হবে বলেও জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
ইউএইচ/
Leave a reply