শীর্ষস্থান হারালেন সাকিব, সেরা দশে ফিরলেন মাহমুদউল্লাহ

|

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে অলরাউন্ডারের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর কাছে এই শীর্ষস্থান খুইয়েছেন তিনি। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ ফিরেছেন এই ফরম্যাটে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের সেরা দশে।

ওয়ানডের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে অবশ্য সাকিব এখনও ধরে রেখেছেন তার এক নম্বর পজিশন। এখানে মোহাম্মদ নবী আছেন তার পরের অবস্থানটিতেই।

এছাড়াও টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে আছেন মোস্তাফিজুর রহমান। তবে এই তালিকায় তার আগের সাতজন বোলারই স্পিনার হওয়ায় কাটার মাস্টারকে বর্তমান টি-টোয়েন্টির সেরা পেসার বলাটা মোটেও অত্যুক্তি হবে না।

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এখন সবার উপরে আছেন ইংলিশ অধিনায়ক জো রুট। টেস্টের সেরা বোলার অজি পেসার প্যাট কামিন্স। জেসন হোল্ডারের দখলে আছে টেস্টের সেরা অলরাউন্ডারের রেটিং।

ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে আছেন এখন বাবর আজম। সেরা বোলার কিউই পেসার ট্রেন্ট বোল্ট।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply