‘আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে উঠেপড়ে লেগেছেন সিইসি’

|

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে একতরফা নির্বাচনের পথে হাঁটছে নির্বাচন কমিশন; সিইসির বক্তব্যে সেটি পরিষ্কার। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, সরকারের স্বার্থ রক্ষা করতে উঠে পড়ে লেগেছেন সিইসি। তিনি দায়িত্বের চেয়ে চাকরি রক্ষা করতে ব্যস্ত।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা বিষয়ে অভিযোগ করা হলেও, ক্ষমতাসীনদের ভয়ে এ বিষয়ে কোন কথা বলছেন না সিইসি। একতরফা নির্বাচন হলে অরাজক পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা করে তিনি বলেন, এর দায় নিতে হবে নির্বাচন কমিশনকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply