স্টাফ রিপোর্টার, জামালপুর
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে।
যমুনা সার কারখানার জেনারেল ম্যানেজার অপারেশন আনোয়ারুল হক জানিয়েছেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কোম্পানি ১০ মার্চ থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধের জন্য একটি পত্র দেন। এই পত্র পাওয়ার পর কারখানাটি পর্যায়ক্রমে বন্ধের জন্য স্থানীয় তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে সময় দেয়ার জন্য আলোচনা চলছিল। কারখানা এ্যামনিয়া প্লান্টসহ অন্যান্য ইউনিটগুলো পর্যায়ক্রমে বন্ধের আগেই শুক্রবার রাত ১২ টায় হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। এতে কারখানাটি স্বাভাবিক ভাবে বন্ধের প্রতিক্রিয়া ব্যহত হয়।
গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে যমুনা সারকারখানা পুনরায় উৎপাদনে যেতে সক্ষম হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
Leave a reply