শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়

|

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইন্টার মিলানের মাঠ সান সিরোতে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।ইন্টার মিলানকে ১-০ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখেছিলো ইন্টার। ম্যাচজুড়ে লাওতারো মার্টিনেজ ও ইডেন জিকোকে সামাল দিতে বেশ বেগ পেতে হয় রিয়ালের রক্ষণভাগকে। এই জুটির একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কর্তোয়া। এ বেলজিয়ানের দৃঢ়তায় প্রথমার্ধে রক্ষা পায় লস ব্লাঙ্কোসরা।

তবে দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরে রিয়াল মাদ্রিদ। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে দ্বিতীয়ার্ধের খেলা। গোল না পেলেও দুই দলই আক্রমণ করে সমান তালে। তবে একদম শেষ দিকে এসে ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের গোলে জয় পায় লস ব্লাঙ্কোসরা। ৮৯ মিনিটে সদ্য দলে ভেড়ানো মিডফিল্ডার কামাভিঙ্গা বল বাড়ান রদ্রিগোর উদ্দেশ্যে। বল পেয়ে হাফ বলিতে প্রতিপক্ষের জাল ভেদ করেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড।

এতে পুরো ম্যাচজুড়ে রিয়ালকে চাপে রাখা ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করলো হার দিয়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply