রাশিয়ার বিখ্যাত রেড স্কয়ারে বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ করায়, গ্রেফতার হয়েছেন ৪ মানবাধিকারকর্মী এবং এক সাংবাদিক।
গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানী মস্কোয় অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ কর্মসূচি। এসময়, ফ্রি নাভালনি এবং পুতিন গো টু জেল লেখা ব্যানার বহন করছিলেন তারা। একই সাথে, বিরোধী নেতার মুক্তির দাবিতেও তারা শ্লোগান দিয়েছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, প্রধান বিরোধী দলকে বাদ দিয়েই নির্বাচন আয়োজন করেছে পুতিন প্রশাসন। যা, সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আগামীকাল শুক্রবার থেকে রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন। স্টেট দুমা বা নিম্নকক্ষের সাড়ে ৪শ’ আসনের প্রতিনিধি নির্বাচনে হবে ভোটাভুটি। যাতে, ব্যালট পেপার নয় বরং যান্ত্রিক পদ্ধতিতে সংগৃহীত হয় ভোট।
জানা গেছে, মোবাইল অ্যাপসের মাধ্যমে ভোট দেবেন কারারুদ্ধ থাকা নাভালনি।
/এসএইচ
Leave a reply