দল হিসেবে গড়ে উঠতে অনেক কাজ বাকি পিএসজির: পচেত্তিনো

|

ছবি: সংগৃহীত

পিএসজিকে আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেয়াই লিওনেল মেসির প্রধান কাজ। কিন্তু ক্লাব ব্রুগার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে নিষ্প্রভ ছিলেন মেসি। পিএসজিও করেছে ড্র। কোচ পচেত্তিনো তাই বলেছেন, দল হিসেবে গড়ে উঠতে এখনও অনেক কাজ বাকি।

গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন আর্জেন্টাইন মায়েস্ত্রো। তার বাঁ পায়ের বাঁকানো শট ক্রসবারে লেগে ফিরে এলেও এরপর আর ম্যাচে প্রভাব বিস্তারকারী পারফর্মেন্স দেখা যায়নি এই ফুটবল সুপারস্টারের কাছে।

নেইমারও তেমন প্রভাব রাখতে পারেননি ম্যাচে। দারুণ একটি অ্যাসিস্টের পর ইনজুরির কারণে ম্যাচের ৫১ মিনিটে মাঠ থেকে উঠে যান এমবাপ্পে। মেসি দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত বেশি জায়গাজুড়ে খেলতে থাকেন। তার দুটো ডিফেন্স ভাঙা পাসকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি ফরোয়ার্ড মাউরো ইকার্দি। ম্যাচের শেষ দিকে মেসিও মিস করেছেন গোলের সুযোগ।

আক্রমণভাগের ত্রিফলার কাছ থেকে সেরা ফুটবল বের করে আনার উপায় নিয়ে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর তাই ভাবনায় ডুবে যাওয়াই স্বাভাবিক। তিনি বলেছেন, সবাইকে মানিয়ে নেয়ার জন্য কিছুটা সময় লাগবে। আমাদের দলে দারুণ কিছু খেলোয়াড় আছে। কিন্তু এখনও দল হিসেবে গুছিয়ে উঠতে পারিনি আমরা। এ নিয়ে এখনও বিস্তর কাজ করা বাকি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply