হিরা-পান্না খচিত মুঘল আমলের অমূল্য চশমা নিলামে, দাম কত জানেন?

|

মুঘল আমলের দু'টি চশমা। ছবি: সংগৃহীত

সাধারণ চশমার গ্লাসের বদলে বসানো মোটা পাতের পান্না, অন্যটিতে বসানো হিরা। ফ্রেমের দু’পাশে বসানো আছে হিরা। মুঘল আমলের এমনই দু’টি দুর্লভ চশমা নিলামে উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, চশমা দু’টির দাম উঠতে পারে ৩৫ লাখ ডলার। বাংলাদেশের মুদ্রায় যার দাম, ২৯ কোটি ৮ লাখেরও বেশি।

সদবি নামের একটি নিলামকারী সংস্থা এই নিলামের আয়োজক। চূড়ান্ত নিলামে ওঠানোর আগে নিউইয়র্ক, লন্ডন এবং হংকংয়ে চশমাগুলি প্রদর্শন করা হবে।

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, গোলকোণ্ডায় ২০০ ক্যারাটের হিরা এবং কলম্বিয়ান পান্না দিয়ে তৈরি করা হয়েছিল ওই চশমাগুলি। মহামূল্যমান এই চশমাগুলো যেকোনো অশুভ শক্তিকে রুখে দিতে সক্ষম বলে বিশ্বাস করা হতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply