চ্যাম্পিয়ন্স লিগে আরও একবার বায়ার্ন মিউনিখে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। এমন পরিস্থিতিতে সমর্থকদের ধৈর্য ধরে ক্লাবের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।
এক ভিডিও বার্তায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, বায়ার্নের কাছে এমন হার ভাবতে পারেননি তিনি। পাশাপাশি জানান, দ্রুতই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে বার্সেলোনা। এর আগে লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়মের কারণে কাতালান ক্লাবটির সেরা খেলোয়াড় মেসির সাথে নতুন চুক্তি করতে ব্যর্থ হয় বার্সা। সেই সাথে আতোয়ান গ্রিজমানকে দলবদলের শেষ দিনে অ্যাটলেটিকো মাদ্রিদে ধারে পাঠানো হয়।
হুয়ান লাপোর্তে বলেন, আপনাদের সবার মতন আমিও হতাশ এবং মর্মাহত। এমন কিছুর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তবে ক্লাবের এমন অবস্থা খুব বেশি দিন থাকছে না। আমাদের পাশে থাকুন এবং বিশ্বাস রাখুন।
/এম ই
Leave a reply