Site icon Jamuna Television

ফেঁসে গেছেন সোনু! বাড়িতে টানা ২০ ঘণ্টার তল্লাশি অভিযান

সোনু সুদ। ছবি: সংগৃহীত

কর ফাঁকি দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ, এমন অভিযোগ এনে তার বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় আয়কর কর্মকর্তারা। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ২০ ঘণ্টা চলেছে অভিযান। তবে অনেকেরই দাবি, রাজনৈতিক প্যাঁচে ফেঁসে গেছেন সোনু।

বরাবরই মানবিক কাজের জন্য বলিউডে সোনুর নাম আসে প্রথম সারিতে। করোনাকালীন লকডাউনের সময় দেশটির পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্য যানবহনের ব্যবস্থা করে তিনি ব্যাপক প্রশংসা পান। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল তার সাথে বৈঠক করেন। ওই বৈঠকের পর সোনুর রাজনীতে যোগ দেয়া নিয়েও জল্পনা ছড়িয়েছিল। এরপরই তার বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার অভিযোগ ওঠে। এর পেছনে রাজনৈতিক চক্রান্ত আছে বলেই মত অনেকের।

জানা গেছে, সোনুর সাথে লখনৌতে একটি আবাসন সংস্থার সম্পত্তি চুক্তিতেই আপাতত নজর আয়কর কর্তাদের। তাদের দাবি, ওই চুক্তিতে বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছেন ৪৮ বছরের অভিনেতা। ঘটনাটির নেপথ্যে ‘রাজনৈতিক প্রতিশোধ স্পৃহা’ রয়েছে বলে বিরোধীরা দাবি করলেও বিজেপি জানিয়েছে, সোনুর বিরুদ্ধে তদন্তে কোনো রাজনীতি নেই।

Exit mobile version