রুয়েটে প্রতিবাদের মুখে গাছ কাটা স্থগিত

|

রুয়েটে প্রতিবাদের মুখে গাছ কাটা স্থগিত। ছবি: সংগৃহীত।

রাজশাহী ব্যুরো:

পরিবেশবাদী সংগঠনগুলোর প্রতিবাদের মুখে গাছ কাটা স্থগিত করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে প্রশাসন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রধানকে মৌখিক জিজ্ঞাসাবাদ শেষে তিন দিনের মধ্যে গাছ কাটার জন্য প্রয়োজনীয় যে অনুমোদনপত্র সেগুলো জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদফতর ও বন বিভাগের অনুমোদন ছিল কি না, দরপত্রের মাধ্যমে গাছ কাটা হচ্ছিল কিনা সেগুলো লিখিতভাবে জানাতে বলা হয়েছে উন্নয়ন প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরীকে।

অবশ্য এর আগে প্রশাসনের নিকট প্রকল্প পরিচালক মৌখিক ভাবে জানিয়েছেন, গাছ বিক্রির জন্য ৩ বার দরপত্র আহবান করলেও কেউ সাড়া না দেওয়ায় রুয়েট কর্মচারীর কাছে গাছ বিক্রি করা হয়েছে। প্রশাসন গাছ ক্রয়কারী ওই কর্মচারীর সাথেও কথা বলেছেন।

পরিবেশ অধিদফতর ও বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গাছ কাটার কোন অনুমতি ছিল না এবং বন বিভাগ গাছের মূল্য মূল্যায়ন করেনি।

উল্লেখ্য, নতুন প্রশাসনিক এবং একাডেমিক ভবন নির্মাণের জন্য বহু বছরের পুরনো প্রায় ৫০টি গাছ কাটার সিদ্ধান্ত হলে এরমধ্য থেকে ১৫টি গাছ কাটা সম্পন্ন হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply