শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা অনুদান দিয়েছে বিএটি বাংলাদেশ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন প্রবর্তনের পর থেকেই বিএটি বাংলাদেশ এই তহবিলে নিয়মিতভাবে টাকা দিয়ে আসছে। বিগত ১১০ বছরেরও বেশি সময় ধরে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমের সহযোগী হিসেবে কাজ করছে বিএটি বাংলাদেশ। গত ১০ বছরে এই তহবিলে এখন পর্যন্ত মোট ৬৯ কোটি ২৫ লাখ ৪২ হাজার টাকা প্রদান করেছে বিএটি বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর, ২০২১) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহীর হাতে বিএটি বাংলাদেশ এর মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিম, এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান শেখ শাবাব আহমেদ, কোম্পানির দুই জ্যেষ্ঠ ব্যবস্থাপক- মেহেদী আরিফ মোজাম্মেল এবং আখতার আনোয়ার খান- এই চার সদস্যের প্রতিনিধি দলের পক্ষ থেকে চেক হস্তান্তর করা হয়। এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠনের পর থেকে একটি সচেতন ও দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে বিএটি বাংলাদেশ তাদের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে নিয়মিতভাবে জমা দিয়ে আসছে। এখন পর্যন্ত তহবিলে জমা হওয়া অনুদানের প্রায় ১৫ শতাংশ (সর্বোচ্চ) অর্থ এককভাবে প্রদান করেছে বিএটি বাংলাদেশ। উল্লেখ্য, করোনা মহামারির মধ্যেও এই বছর বিএটি বাংলাদেশ এগারো কোটি দশ লাখ টাকা শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান করেছে যা গত বছরের তুলনায় দুই কোটি টাকা বেশি।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহযোগিতার জন্য ‘শ্রমিক কল্যাণ তহবিল’ গঠন সরকারের একটি অভাবনীয় উদ্যোগ। এই তহবিল দুর্ঘটনা থেকে শুরু করে যেকোনো বড় ধরনের বিপদে শ্রমিক এবং তার স্বজনদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, যা শ্রমিকের কর্মজীবন এবং পারিবারিক জীবনে স্বস্তি বয়ে এনেছে। বিএটি বাংলাদেশ প্রথম থেকেই এই মহৎ উদ্যোগের সাথে থেকে সরকারকে সহযোগিতা করতে পেরে গর্বিত।
Leave a reply