চিতলিয়া বাজার লুট করা সেই দুর্ধর্ষ ডাকাতদের বিরুদ্ধে মামলা

|

মুন্সিগঞ্জ সদরের চিতলিয়া বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ১৮ থেকে ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতরাতে সদর থানায় মামলা করেন বনিক স্বর্ণশিল্পালয়ের মালিক রিপন বনিক। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে নদীপথে চিতলিয়া বাজারে হানা দেয় ১৮ থেকে ২০ জনের একটি ডাকাতদল। বনিক স্বর্ণশিল্পালয় ও মনুনাগ স্বর্ণশিল্পালয় নামে দুটি দোকানের স্বর্ণ ও টাকা-পয়সা লুটে নেয় তারা। ভুক্তভোগীদের চিৎকার ও মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিলে নদীপথে পালিয়ে যায় তারা। পালানোর সময় পুলিশের ট্রলার লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়ে মারে ডাকাতরা।

দোকান মালিকদের অভিযোগ, ডাকাতদল প্রায় ১০৭ ভরি স্বর্ণ ও ৪০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply