তালেবান যোদ্ধারা বেতন পাচ্ছে না কয়েকমাস ধরে

|

দুই দশক পর তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতায় ফিরলেও ক্ষমতা দখলের পর থেকেই অর্থনৈতিক সঙ্কটের ভেতর দিয়ে যাচ্ছে সংগঠনটি। তালেবান যোদ্ধারা গত কয়েকমাস বেতন পায়নি বলে নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

মার্কিন ওই সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আফগানিস্তানের প্রধান শহরের বাইরে যেসব তালেবান যোদ্ধারা রয়েছে তারা খুবই অল্প খাবার খেয়ে দিন কাটাচ্ছে। ট্রাকে কিংবা অস্থায়ী আস্তানায় ঘুমাতে হচ্ছে তাদের।

গতমাসে তালেবানের কাবুল দখলের পরই ঋণ আটকে দিয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো সংস্থাগুলো। এই পরিস্থিতিতে আফগান অর্থনীতি ভেঙে পড়েছে। দেশটির মোট জনসংখ্যার ৯৭ শতাংশই দারিদ্র সীমার নিচে চলে যেতে পারে বলে শঙ্কা করছে জাতিসংঘ। তালেবান ক্ষমতা দখলের আগে দেশটির ৭২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply