চীনে করোনা টিকার পূর্ণ ডোজ পেয়েছে ১০০ কোটির বেশি মানুষ

|

সংগৃহীত ছবি

চীনে করোনার টিকার পূর্ণ ডোজ দেয়া হয়েছে ১০০ কোটির বেশি মানুষকে। দেশটির ৭১ শতাংশ জনগণ পূর্ণ ডোজ টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চীনের ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং বলেন, বুধবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশজুড়ে করোনার টিকার ২১৬ কোটি ডোজ দেয়া সম্পন্ন হয়েছে। চীনের শীর্ষ ভাইরোলজিস্ট ঝং নানশান গত মাসে বলেছিলেন, চলতি বছরের শেষ নাগাদ চীনের মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply