কয়েক ঘণ্টা চেষ্টার পর সমুদ্রে ফিরলো ওরকা প্রজাতির তিমি

|

ছবি: সংগৃহীত

রাশিয়ায় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে রক্ষা পেলো কিলার হোয়েল বা ওরকা প্রজাতির একটি তিমি।
গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গভীর সমুদ্রে ছাড়া হয় তিমিটিকে।

মাগাদান প্রদেশের সমুদ্রে চালানো হয় এ অভিযান। ভাটা চলাকালে গার্টনার বে’র অগভীর পানিতে আটকা পড়ে তিমির বাচ্চাটি। অপেক্ষাকৃত ছোট হলেও তিমিটি কোনোভাবেই সাগরে ফিরতে পারছিল না। উজান পর্যন্ত তাই প্রাণীটির শরীরে পানি ঢালতে থাকেন স্বেচ্ছাসেবীরা, যাতে শুকনো জায়গা থেকে বেরুয়ে যেতে পারে এই ওরকা প্রজাতির তিমি। কয়েক ঘণ্টা চেষ্টার পর সমুদ্রে ভাসিয়ে দেয়া হয় তিমিটিকে।

প্রসঙ্গত, একটি প্রাপ্তবয়স্ক ওরকা তিমি ২৬ ফুট পর্যন্ত দীর্ঘ হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply