করোনায় শীর্ষ কর্মকর্তা থেকে চা দোকানদার

|

করোনায় চাকরি হারিয়ে রাজধানীর একটি পোশাক কারখানার শীর্ষ কর্মকর্তা এখন চায়ের দোকানি। নিজ এলাকা পিরোজপুরে এ দোকান দিয়ে স্থানীয়দের কাছে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

করোনা মহামরিতে কারখানাটি বন্ধ হয়ে হয়ে গেলে তিনি সস্ত্রীক ফিরে আসেন পিরোজপুরে। তবে জীবনযুদ্ধে দমে যাওয়ার দলে নন তিনি। সফলভাবে শুরু করেছেন নিজের চায়ের দোকান।

পিরোজপুর শহরের এলজিইডি কার্যালয়ের সামনে ছাপড়া ঘরে এই চায়ের দোকান। দোকানির বিনয়ী আচরণে মুগ্ধ ক্রেতারা বার বার ফিরে আসেন এখানে।

কারও অনুকম্পা চান না এই ব্যক্তি। চান না নিজের নাম-পরিচয় প্রকাশ করে কারও সহযোগিতা নিতে। নিজের প্রচেষ্টাতেই আবারও তিনি জয়ী বেশে ফিরতে চান জীবনযুদ্ধে। তিনি বলেন, ফুটপাতে এমন একটা চায়ের দোকান দিয়েও মনোবল হারাইনি আমি। আমার বিশ্বাস এই ছোট্ট চায়ের দোকান থেকেই ভাল কিছু করা সম্ভব আমার পক্ষে।

তার সাহসী উদ্যোগকে সাধুবাদ জানালেন পিরোজপুর পৌরসভার স্থানীয় কাউন্সিলর আব্দুল হাই হাওলাদার। তিনি বলেন, এত শিক্ষিত হয়েও মানুষের অনুকম্পা না চেয়ে এভাবে ঘুরে দাড়ানোর আপ্রাণ চেষ্টা অবশ্যই প্রশংসাযোগ্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply