পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনবে আর্জেন্টিনা

|

ছবি: সংগৃহীত।

আর্জেন্টিনা আগামী বছর পাকিস্তান থেকে ১২টি জেএফ-১৭ যুদ্ধ বিমান কিনতে দেশটির বাজেটে বরাদ্দ দিয়েছে ৬৬৪ মিলিয়ন ডলার। খবর ডেইলি পাকিস্তান’র।

থান্ডার ব্লক থ্রি ফাইটার হিসেবে পরিচিত এসব যুদ্ধ বিমান পাকিস্তান, চীনের প্রযুক্তিগত সহায়তা নিয়ে তৈরি করেছে। আর্জেন্টিনার কাছে যুদ্ধ বিমান বিক্রিতে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত প্রস্তাব দিয়েছিল। কিন্তু আর্জেন্টিনার বিমান বাহিনীর জন্যে পাকিস্তানের তৈরি জেফ-১৭ সিরিজের সবচেয়ে আধুনিক সংস্করণের বিমানটিকে বেছে নেয় দেশটির সরকার।

প্রতিটি বিমানের মূল্য ধরা হয়েছে ৫০ মিলিয়ন ডলার। অতিরিক্ত ২০ মিলিয়ন ডলার বাজেটে রাখা হয়েছে বিমানগুলোর মেরামত ও রানওয়ের আধুনিকীকরণ ও অবকাঠামো গড়ে তোলার জন্যে। খুব শীঘ্রই পাকিস্তান এসব বিমান আর্জেন্টিনায় সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

গত ২০১৫ সালে আর্জেন্টিনা ৩৬০ মিলিয়ন ডলার খরচে ১৪টি ইসরায়েলি আইএআই কেএফআইআর বিমান কেনার উদ্যোগ নিলে শেষ পর্যন্ত দেশটির সরবার পরিবর্তনে তা বাতিল হয়ে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply