বন্ধুর প্রেমিকার সাথে ঘনিষ্ঠ হয়েছেন রণবীর কাপুর

|

বলিউড নিয়ে সবচেয়ে জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান কফি উইথ কারান। চলচ্চিত্র পরিচালক কারান জোহরের সামনে বলিউডের অসংখ্য তারকা ফাঁস করতে বাধ্য হয়েছেন নিজেদের জীবনের অনেক বেফাঁস তথ্য। এমনিই এক পরিস্থিতে রণবীর কাপুরও ফাঁস করে দিয়েছেন তার জীবনের বেফাঁস এক ঘটনা।

কারানের অনুষ্ঠানে একবার অতিথি হয়ে এসেছিলেন রণবীর কাপুর এবং রণবীর সিং। তাদের সাথে একটি প্রশ্নোত্তর পর্ব খেলছিলেন অনুষ্ঠানের সঞ্চালক কারান জোহর। শর্ত ছিলো, কারান একটি প্রশ্ন করবেন, আর তার উত্তর হ্যাঁ হলে অর্জুন কাপুরের গালে চুমু খেতে হবে। শেষে কারান প্রশ্ন করেন, কখনও কোনো বন্ধুর প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন? রণবীর সিং চুপ করে বসে থাকলেও রণবীর কাপুর চুমু খেয়েছিলেন অর্জুনকে। এর মানে হলো, প্রশ্নের উত্তর হ্যাঁ।

আর এই উত্তর শুনে অর্জুন রণবীর কাপুরকে জিজ্ঞেস করেছিলেন, আমার প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওনি তো?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply