মেয়ের চুল কেটে নেয়ায় স্কুলের বিরুদ্ধে ১ মিলিয়ন ডলার মামলা

|

ছবি: সংগৃহীত।

মিশিগানের একটি স্কুলে বাবা- মায়ের অনুমতি ছাড়ায় একটি মেয়ের চুল কেটে নেয়ায় স্কুলের বিরুদ্ধে ১ মিলিয়ন ডলার মামলা করেছে মেয়েরটির বাবা।

সাত বছর বয়সী জুরনি হফমেয়ার চুল জোরপূর্বক কেটে দেয়ায় শিক্ষিকার বিরুদ্ধে মামলা করলেন বাবা। মামলায় তিনি অভিযোগ করেছেন, তার মেয়ের সাথে বর্ণবিদ্বেষী আচরণ করেছে শিক্ষিকা। এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মাউন্ট প্লিসেন্ট হাই স্কুলে। 

ঘটনার শিকার ওই শিক্ষার্থীর বাবা জিমি হফমেয়ার এপিকে বলেন, গত এপ্রিলে জুরনি স্কুল থেকে বাড়ি ফেরার সময় তিনি লক্ষ্য করেন, তার মেয়ের মাথার একপাশের চুল কাটা। তিনি এ ব্যাপারে মেয়েকে প্রশ্ন করলে সে উত্তরে বলে, স্কুলবাসে করে বাড়ি ফেরার পথে তার স্কুলের এক বন্ধু দুষ্টুমি করে এই কাজ করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply