চারদিনের রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ৮ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে যান তিনি।
কাল সোমবার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবে সিঙ্গাপুর সরকার। পরে তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে।
এছাড়া ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে এই সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
Leave a reply