শেষপর্যন্ত কোনো সহিংসতা ছাড়াই ওয়াশিংটনে অনুষ্ঠিত হলো ট্রাম্প সমর্থকদের র্যালি।
শনিবার (১৮ সেপ্টেম্বর) প্রত্যাশার চেয়ে অনেক কম মানুষের উপস্থিতি ছিল ক্যাপিটল হিলের সমাবেশে। সব মিলিয়ে ১শ থেকে ২শর মধ্যে ছিল বিক্ষোভকারীর সংখ্যা। সহিংসতার আশঙ্কায় আগে থেকেই নেয়া হয় কড়া নিরাপত্তা। মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ।
একই জায়গায় সমাবেশ করে ট্রাম্প বিরোধীরাও। মুখোমুখি অবস্থানে বেশ কয়েকবার বাক-বিতণ্ডা তৈরি হয় দুপক্ষের মধ্যে। তবে নিয়ন্ত্রণেই ছিল পরিস্থিতি। অবশ্য এই র্যালি থেকে আটক করা হয় চার জনকে। এদের মধ্যে একজনের হাতে হ্যান্ডগান ও আরেকজনের কাছে বড় ছুরি পাওয়া গেছে।
গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা নজিরবিহীন হামলা চালিয়েছিল ক্যাপিটল হিলে। ওই ঘটনার দায়ে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে ডাক দেয়া হয় এই বিক্ষোভ সমাবেশ।
Leave a reply