প্রায় তিন সপ্তাহের বন্যায় ডুবে ছিল সিরাজগঞ্জের পাঁচটি উপজেলা। এতে ঘরবাড়ির পাশাপাশি ক্ষতি হয়েছে ফসলের। কৃষি বিভাগ জানিয়েছে, সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরে প্রায় ৮ হাজার ৯৫৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত। রোপা আমন, আউশ ধান, পাট, সবজিসহ উঠতি ফসলের ক্ষতির পরিমাণ প্রায় ৭০ কোটি ৫২লাখ টাকা।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবু হানিফ জানালেন, বন্যার কারণে জেলায় জমি থেকে পানি নেমে গেলে নতুন করে সার ও বীজ সহায়তা দেয়া হবে কৃকদের। ক্ষতি পুষিয়ে নিতে চাষীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তারাও। ফুলছড়ির কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা মোহাম্মদ মিন্টু জানালেন এমন আশ্বাসের কথা।
এছাড়াও গাইবান্ধার চারটি উপজেলায় নষ্ট হয়েছে অন্তত ১ হাজার ২২৪ হেক্টর জমির উঠতি ফসলের। বন্যার পানি আটকে ছিল দুই সপ্তাহ। এতেই মাছ আর ফসল হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ব্রহ্মপুত্র পাড়ের কৃষকরা।
Leave a reply