ইয়োংবিয়ন পারমাণবিক কেন্দ্রে ২৫ শতাংশ পর্যন্ত উৎপাদন বাড়িয়েছে উত্তর কোরিয়া। সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজে প্রকাশ পেলো এ তথ্য।
রিপোর্টটি প্রকাশ করেছে ‘মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ’। তাদের দাবি, ম্যাক্সার প্রতিষ্ঠানের তোলা স্যাটেলাইট ছবিতে স্পষ্ট- আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে দেশটি।
সেপ্টেম্বরের ১ তারিখ তোলা ছবিতে দেখা যায়, গাছ কেটে নির্মাণ এলাকার জন্য জায়গা তৈরি করা হয়েছে। দু’সপ্তাহ পরের ছবিতে, চারপাশে দেয়াল তোলা কেন্দ্র চোখে পড়ে।
গবেষণা প্রতিষ্ঠানটির দাবি, নতুন এলাকাটি সাড়ে ১০ হাজার স্কয়ার ফুটের মতো। যেখানে হাজারের বেশি সেন্ট্রিফিউজ বসানো সম্ভব।
অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পিয়ংইয়ংয়ের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গেলো সপ্তাহ থেকে নিয়মিত বিরতিতে নিত্যনতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দেশটি।
ইউএইচ/
Leave a reply