বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ময়াবী হরিণ, ছেড়ে দেয়া হলো বনে

|

লোকালয়ে চলে আসা মায়াবী হরিণ

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে লোকালয়ে এসে আটকা পড়া একটি মায়াবী হরিণ বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ। বাঘের তাড়া খেয়ে বা খাদ্যের সন্ধানে মোংলার জয়মনি এলাকার লোকালয়ে এসে আটকা পড়া একটি মায়াবী হরিণ উদ্ধারের পর আবারও তা বনে ছেড়ে দেয় চাঁদপাই রেঞ্জের বনকর্মীরা।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ এনামুল হক জানান, রোববার ভোর ৬টার দিকে সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার গাজী বাড়ির পেছনে একটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা তাদের খবর দেন। এরপর বন বিভাগের সদস্যরা সেখান থেকে হরিণটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া হরিণের শরীরে ক্ষতের চিহ্ন ছিলো।

হরিণটি বন থেকে লোকালয়ে এসে গাজী বাড়ির পেছনের সীমানা বেড়ার নেটের জালে জড়িয়ে আটকে পড়ে। সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে হরিণটির শরীরে এ ক্ষয় হয়।

সহকারী বন সংরক্ষক মোঃ এনামুল হক বলেন, প্রায় ১৮/২০ কেজি ওজনের একটি পুরুষ মায়াবী হরিণ উদ্ধার করে চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে অন্যথায় খাদ্যের সন্ধানে হরিণটি লোকালয়ে চলে আসতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply